রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ  

লালপুর (নাটোর) প্রতিনিধি 

লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ  

উত্তরবঙ্গের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেডের চলমান মৌসুমি জনবল থেকে স্থায়ীকরণ স্থগিত আদেশ প্রত্যাহার এবং সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনার টাকার দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক-কর্মচারীরা। শনিবার (১৮ মে) সুগার মিল চত্বরে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে ফটক সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন, ধর্ম বিষয়ক সম্পাদক সেন্টু মিয়া, মৌসুমি শ্রমিক আব্দুল আলিম, চালক শাজাহান আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমী জনবল থেকে স্থায়ীকরণের নিয়োগ প্রক্রিয়াকে স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশ আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে এই সঙ্গে সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনার টাকা ঈদের আগে না দিলে কঠোর কর্মসূচি দেয়ার ও হুঁশিয়ারি দেন তারা। 

টিএইচ